পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর তীব্র স্রোতে ভাঙনের হুমকিতে রয়েছে চাঁদপুর শহর রক্ষা বাঁধ। এ জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দ্রুত স্থায়ী প্রকল্প নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী দীপু মনি। অন্যথায় চাঁদপুরবাসী অপরিসীম ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকার তিন নদীর মোহনা পরিদর্শনকালে এই আহ্বান জানান মন্ত্রী দীপু মনি। এ সময় তিনি বলেন, ‘বারবার ভাঙন রক্ষায় অস্থায়ী ভিত্তিতে এখানে কাজ হচ্ছে। কিন্তু দিন দিন এই শহর রক্ষা বাঁধটি আরও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। কারণ, এসব নদীর বিভিন্ন চর ডুবোচর তৈরি হয়ে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যে নদী বিশেষজ্ঞরা সমীক্ষা করে পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি দীর্ঘস্থায়ী প্রকল্প প্রস্তাব করেছে। আমরা একনেকে এটি নেওয়ার চেষ্টা করছি।’
মন্ত্রী বলেন, বারবার ভাঙন রক্ষায় অস্থায়ী ভিত্তিতে এখানে কাজ হচ্ছে। কিন্তু দিন দিন এই শহর রক্ষা বাঁধটি আরও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘চাঁদপুরে তথা সারা দেশে ইদানীংকালে ইলিশের উৎপাদন অনেক কমে গেছে। তবে প্রাকৃতিক কোনো কারণ আছে কি না বা অন্য কী কী কারণ আছে, আমরা তা খুঁজে বের করব। প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে কীভাবে ইলিশের উৎপাদন বাড়ানো যায়, তার কাজ করব।’
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।
পরে দীপু মনি আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সভায় অংশ নেন। এর আগে সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।