ভান্ডারিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

লাশ
প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পশারিবুনিয়া গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যবসায়ীর নাম মো. নাঈম ব্যাপারী (২৫)। তিনি ওই পশারিবুনিয়া গ্রামের মো. রুহুল আমীন ব্যাপারীর ছেলে। পশারিবুনিয়া বাজারে নাঈম ব্যাপারীর ইলেকট্রনিকস সামগ্রীর দোকান রয়েছে। নাঈম ব্যাপারীর পরিবারের দাবি, তাঁকে দুর্বৃত্তরা হত্যা করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে নাঈম ব্যাপারী পশারিবুনিয়া বাজারে ক্রিকেট খেলা দেখে বাড়ি ফেরার কথা ছিল। রাতে নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় রাত সাড়ে ১১টার দিকে নাঈমের স্ত্রী নাবিলা আক্তার স্বামীকে ফোন দেন। এ সময় নাঈম বলেন, খেলা দেখা শেষে বন্ধুদের সঙ্গে পিকনিক করে তিনি বাড়ি ফিরবেন। কিন্তু রাতে আর নাঈম বাড়ি ফেরেননি। এরপর মধ্যরাত থেকে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

আজ সকাল আটটার দিকে নাঈমের বাড়ির পাশের একটি বাগানের ভেতরে স্থানীয় ব্যক্তিরা নাঈমের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

নাবিলা আক্তার অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যার বিচার দাবি করেন। তবে হত্যার ঘটনায় সন্দেহজনক কারও নাম বলেননি তিনি।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, নাঈম ব্যাপারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।