ভিক্ষা না করার শর্তে চাঁদপুরে ১০ জনকে পুনর্বাসন

১০ ভিক্ষুককে পুনর্বাসিত করতে বিভিন্ন সামগ্রী হস্তান্তর করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসিত করেছে জেলা প্রশাসন। তাঁরা আর ভিক্ষা করবেন না বলে অঙ্গীকার করেছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক অঞ্জনা খান কর্মসংস্থানের জন্য তাঁদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এ পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার জানান, ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার অঙ্গীকার করা ১০ জন নারী-পুরুষকে খুঁজে বের করা হয়। মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তাঁদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেককে নিজ নিজ চাহিদা ও দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের জন্য মুদিদোকানের মালামাল ও বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী, স্টেশনারি, কসমেটিকস, শাড়ি, থ্রি পিসের কাপড়, ওজন পরিমাপের মেশিন, ভ্যানগাড়ি ও গাভি দেওয়া হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান জানান, উপকারভোগী প্রত্যেকেই এসব সামগ্রী পেয়ে কেঁদে ফেলেন। এ সময় তাঁরা অঙ্গীকার করেন আর কখনো ভিক্ষাবৃত্তি করবেন না।