default-image

কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর নিচে পদ্মা নদীতে গোসল করতে নেমে নুরু (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়। আড়াই ঘণ্টা পর আজ সোমবার বিকেলে স্কুলছাত্র নুরুর লাশ পাওয়া গেছে।

নুরু ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার মোসাদ্দেক আলীর ছেলে। সে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ বলেন, সোমবার দুপুরে নুরু ও তার কয়েকজন বন্ধু মিলে পদ্মানদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে দ্রুত সময়ের মধ্যে লাশ উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। চোরাবালিতে আটকে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন