ভৈরবে দুটি গাড়িতে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা জব্দ, আটক ৭

ভৈরবে ৫২ কেজি গাঁজাসহ আটক সাতজন। মঙ্গলবার সকালে ভৈরব র‌্যাব ক্যাম্পে
প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরবে ৫২ কেজি গাঁজাসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব। আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে একটি ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস আটক করে এসব গাঁজা জব্দ ও চোরাচালানকারীদের আটক করে তারা।

আটক ব্যক্তিরা হলেন হেলাল মিয়া, মো. সাদেক, ইকবাল মিয়া, দিদার হোসেন, শিপন মিয়া, নুর আমিন ও মাসুম মিয়া। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা।

সকাল ১০টার দিকে গাড়ি দুটিতে তল্লাশির সময় গাঁজার চালান ধরা পড়ে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, র‍্যাবের কাছে খবর ছিল, মাদকের একটি চালান ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার দিকে নেওয়া হচ্ছে। খবরটি পাওয়ার পর র‍্যাবের একটি দল সকাল আটটার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে অবস্থান নেয়। সকাল ১০টার দিকে গাড়ি দুটিতে তল্লাশির সময় গাঁজার চালান ধরা পড়ে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গাঁজার পাশাপাশি আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৩৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।