বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার সন্ধ্যায় উপসচিব নির্বাচন পরিচালনা-২ মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানবীর প্রথম আলোকে বলেন, ‘সোনাকাটা নির্বাচনের পরিবেশ না থাকায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে। আমরা ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছি। নির্বাচন স্থগিতর বিষয়টি ওই ইউনিয়নের সাধারণ মানুষকে মাইকিং করে জানানো হচ্ছে।’
নির্বাচন কমিশনের নোটিশে বলা হয়েছে, পরিবেশ বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে ১৫ জুন অনুষ্ঠেয় বরগুনা জেলার তালতলী উপজেলাধীন সোনাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার ফকিরহাট বাজারে গত শনিবার সন্ধ্যায় স্থানীয় যুবলীগ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিল শেষে যুবলীগ নেতা-কর্মীরা ফকিরহাট বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় ওই কার্যালয়ের পাশে একটি দোকানে আনারস প্রতীকের প্রার্থী ফরাজী ইউনুসের সমর্থকদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় তাঁদের। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুলতান ফরাজী (নৌকা প্রতীক), আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির আকন্দ (ঘোড়া প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল জলিল খান (হাতপাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী ফরাজী মো. ইউনুস (আনারস প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন হাওলাদার (মোটরসাইকেল প্রতীক)।