default-image

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ, নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখা।

টাঙ্গাইলের আদালত প্রাঙ্গণে আজ মঙ্গলবার সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, বিএনপির সহসভাপতি ও পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ওমরাও খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, কৃষক দলের নেতা শাজাহান কবির প্রমুখ। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আলী ইমাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত শনিবার টাঙ্গাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫৯ হাজার ৯৬৭ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম সিরাজুল হক মেয়র নির্বাচিত হন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক পেয়েছেন ১৯ হাজার ৬৬০ ভোট।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন