পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদতীরবর্তী খেজুরবাড়িয়া ও জানখালী গ্রাম। গ্রামের দরিদ্র মানুষের প্রধান পেশা নদীতে মাছ ধরা। এই জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন হাতে খড়ি ফাউন্ডেশন ঈদসামগ্রী উপহার দিয়েছে।
‘এক বক্স ঈদ আনন্দ’ শিরোনামে এই উপহার দেওয়া হয়। উপহার পেয়ে বেজায় খুশি শিশুরা। শুক্রবার সকালে জানখালী গ্রামের কাটাখাল এলাকায় ৫৫টি শিশুর হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। রঙিন বক্সে শিশুদের ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, পোলাওয়ের চাল, মুড়ি ও সাবান দেওয়া হয়।
এ সময় হাতে খড়ি ফাউন্ডেশনের সভাপতি সজীব মিত্র, প্রতিষ্ঠাতা পরিচালক মো. রুবেল মিয়া, সৌরভ হাওলাদার, পলাশ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রুমা আক্তার বলে, ‘বড় ভাইয়ারা আমাদের অনেক ভালোবাসেন। অনেক কিছু উপহার দেন। আজকে আমাদের সেমাই, চিনি, দুধ ও চাল দিয়েছেন। আমরা খুব খুশি।’
রুবেল মিয়া বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলেপল্লির অসহায় পরিবার ও স্কুলপড়ুয়া শিশুদের মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘জেলেপল্লির শিশুদের বিদ্যালয়মুখী করা ও তাদের পাঠাভ্যাস সৃষ্টির জন্য আমাদের সংগঠন ফ্রাইডে স্কুল ও উপকূল পাঠাগার প্রতিষ্ঠা করেছে। সেখানে শিশুদের পাঠদান করার পাশাপাশি পাঠাগারে গল্পসহ মজার মজার বই পড়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া অমনোযোগী শিশুদের কাউন্সেলিং করে বিদ্যালয়মুখী করার উদ্যোগ নেওয়া হয়।’
২০১৮ সালের ১৭ মার্চ কয়েকজন বন্ধু মিলে গড়ে তুললেন স্বেচ্ছাসেবী সংগঠন হাতে খড়ি ফাউন্ডেশন। এরপর খেজুরবাড়িয়া গ্রামে শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হয় ফ্রাইডে স্কুল। উপজেলার রাজপাড়া গ্রামে সংগঠনটির আছে উপকূল পাঠাগার। জেলে জনগোষ্ঠীর শিশুদের কল্যাণে কাজ করায় ও সামাজিক উন্নয়নে অবদান রাখায় ফাউন্ডেশনটি ২০২০ সালে অর্জন করে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।’