চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ছাত্রের নাম মো. সিফাত (১৪)। সে একই গ্রামের আবদুস সোবহান পাটোয়ারীর ছেলে। সিফাত স্থানীয় লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের বরাত দিয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, শুক্রবার দুপুর ১২টায় বসতঘরে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে সিফাত মেঝেতে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।