default-image

নেত্রকোনার মদন উপজেলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ শিরিন আক্তার (৪০) মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শিরিন আক্তার উপজেলার বাস্তা গ্রামের ছহিম উদ্দীনের স্ত্রী। গত বৃহস্পতিবার তিনি অগ্নিদগ্ধ হন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাস্তা গ্রামের ছহিম উদ্দীনের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তখন পাশের কৃষক নূরুল ইসলামের বসতঘরও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে কৃষক রহিম উদ্দীন, রোকন উদ্দীন ও এহসান মিয়ার বসতঘর ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে মদন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে শিরিন অগ্নিদগ্ধ হন। পরে তাঁকে সর্বশেষ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা যান।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, অগ্নিদগ্ধ শিরিন আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন