নেত্রকোনার মদনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলাটি করেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন মোজাম্মেল হক ওরফে সোহাগ (২৪)। তিনি মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং উপজেলার আরগিলা গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, মোজাম্মেল এক বছর আগে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এর পর থেকে মোজাম্মেল মেয়েটিকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিলেন। গত সোমবার সন্ধ্যায় পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় একটি বাসার সামনে থেকে মোজাম্মেল তাঁর দুজন সহযোগী নিয়ে মেয়েটিকে অপহরণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোজাম্মেল ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করে থানায় অপহরণ মামলা করেন মেয়েটির বাবা।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক ওরফে সোহাগ মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মোজাম্মেল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, তা বন্ধ পাওয়া যায়। তবে তাঁর বাবা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।
নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগের সত্যতা থাকলে মোজাম্মেল হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মোজাম্মেল হকের নামে মামলা হয়েছে। ছাত্রীকে উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।