default-image

টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিমপাড়ার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম পলিদা বেগম (৪০)। তিনি ধলপুর গ্রামের বাসিন্দা।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন ফরিদ জানান, পলিদা বেগম তিন সন্তানের জননী। কয়েক মাস আগে স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তাঁর দুই মেয়ে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। এক ছেলেকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন। কয়েক দিন আগে ছেলে আত্মীয় বাড়িতে যাওয়ায় পলিদা একাই বাড়িতে ছিলেন। গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। পরে লাশ বাড়ির পাশের একটি ধানখেতের সেচের নালায় ফেলে রাখে।

গতকাল সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে মধুপুর থানার উপপরিদর্শক হুমায়ুন ফরিদ জানান, নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। বেলা পৌনে তিনটা পর্যন্ত এ ঘটনায় মধুপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন