মন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক আটক

আটক
প্রতীকী ছবি

বাণিজ্যমন্ত্রীর নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব–১৩–এর একটি দল। গ্রেপ্তার নওশাদ আলী (৩০) ওই ভুয়া আইডি থেকে বেকারদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

আজ সোমবার বেলা ৩টার দিকে রংপুরে র‌্যাব-১৩–এর অস্থায়ী সদর দপ্তর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নওশাদকে আটকের বিস্তারিত তথ্য তুলে ধরেন র‌্যাব–১৩ উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটক নওশাদ রংপুর সদর এলাকার জমশেদ আলীর ছেলে। তবে গ্রামের নাম–ঠিকানা জানানো হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে রংপুর নগরের মডার্ন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে নওশাদকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আটক যুবক দীর্ঘদিন ধরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবি ও নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডির মাধ্যমে প্রতারণার ফাঁদ তৈরি করেন। ওই আইডিতে মন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ছবি পোস্ট করে প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াসহ ভুয়া ফেসবুক আইডি ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন নওশাদ আলী। তদন্তের স্বার্থে আসামির গ্রামের ঠিকানা ও সন্দেহভাজন জড়িত সহযোগীদের নাম প্রকাশ করতে রাজি হননি র‌্যাব কর্মকর্তারা।