টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ৭ এপ্রিল শুক্রবার আসামিরা বাদীর ভাতিজা সাইফুল ইসলামকে লাঠি, দা ছুরি নিয়ে হামলা করে আহত করেন। এ সময় তাঁকে বাঁচাতে এলে বাদী বেলাল উদ্দিনকেও আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে একই সময় আসামিরা ইটপাটকেল ছুড়ে স্থানীয় মসজিদের জানালাসহ অন্যান্য অংশ ভাঙচুর করেন। পরে আরও কয়েক দফায় হামলা চালান আসামিরা। একপর্যায়ে আসামিরা আবারও হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হন।

হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন বলেন, গতকাল ভোররাতে স্থানীয় লোকজন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন। ওই দিনের ঘটনায় তিনিও আহত হয়েছিলেন। ঘটনার ইন্ধনদাতা ছিলেন ছাত্রলীগের ওই নেতা। তাই তাঁকেসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা প্রথম আলোকে বলেন, মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি দেখে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল। পরে টেকনাফ থানার ওসির নেতৃত্বে পুলিশ ও র‍্যাবের পৃথক দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ‘আমি সরকারদলীয় ছাত্রসংগঠনের একজন নেতা। এ ঘটনায় আমাকে আসামি করে মামলা করা এটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটি ষড়যন্ত্র বলে মনে করছি। এ ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই। বিষয়টি প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করবে বলে আশা করছি।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বাদীর করা এজাহারটি প্রাথমিক তদন্ত শেষে মামলা হিসেবে নেওয়া হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে পুলিশের ২ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।