মসজিদ চত্বরে নারী নিয়ে ভিডিও ধারণ, আটক ১

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মসজিদ চত্বরে ভিডিও ধারণ করার অভিযোগে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে।
প্রথম আলো।

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মসজিদ চত্বরে এক নারীকে নিয়ে ভিডিও ধারণ করার অভিযোগে পুলিশ এক তরুণকে আটক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘লাইকি’তে প্রকাশের জন্য ওই ভিডিও ধারণ করা হয়।

গতকাল শনিবার রাতে মো. ইয়াছিন (২০) নামের ওই তরুণকে আটক করা হয়। এ বিষয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

পুলিশ সুপার বলেন, গত ২১ জুলাই দুপুরে ইয়াছিন দাউদকান্দির একটি মসজিদের চত্বরে এক নারীকে নিয়ে ভিডিও ধারণ করেন। এরপর ওই দিন সন্ধ্যা সাতটায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম লাইকির আইডিতে তা প্রকাশ করেন। ভিডিও প্রচার হওয়ার পর বিষয়টি ভাইরাল হয়।

মসজিদ চত্বরে এ ধরনের ভিডিও ধারণ করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এরপর বিষয়টি তাঁর (পুলিশ সুপারের) নজরে এলে দ্রুত ওই নির্মাতাকে খুঁজে বের করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইয়াছিনকে নিজ বাড়ি থেকে আটক করে। এ নিয়ে ইয়াছিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে।

পুলিশ সুপার ফারুক আরও বলেন, কোনোভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিছু করা ঠিক না। এটি বরদাশত করা হবে না।