মহাদেবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি জব্দ করে পুলিশ
ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সুলতানপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মূর্তিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১টার দিকে সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার সুলতানপুর গ্রামের মণি মণ্ডল (২৫), তাতারপুর গ্রামের সুমন সরদার (৩০) ও একই গ্রামের রকি মণ্ডল (১৯)। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তাঁরা মূর্তিটি পাচারের চেষ্টা করছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গণেশ পালের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। মূর্তিটির বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। মূর্তিটির ওজন ৭০ কেজির ওপরে। ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথর দিয়ে তৈরি প্রত্নতাত্ত্বিক নিদর্শনসংবলিত ব্রহ্মা মূর্তি। এর আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মূর্তিটি প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।