মহেশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয়টি দোকান
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার গোরকঘাটা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোরকঘাটা বাজারের চৌরাস্তার মোড়ে একটি ইলেকট্রিকের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এ ঘটনায় নুরুল হক হাজীর রড সিমেন্টের দোকান, নজরুল ইসলামের স্টুডেন্ট টেইলার্স, মোহাম্মদ মিজানের আল সাব্বির ইলেকট্রিক দোকান, মোহাম্মদ সিরাজের কম্পিউটার দোকান ও মোহাম্মদ মহিউদ্দিনের ইলেকট্রিক দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশিক ইকবাল প্রথম আলোকে বলেন, গোরকঘাটা বাজারের একটি ইলেকট্রিক দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।