মহেশখালীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেল থেকে নিখোঁজ সাকিবুল হাসান (২৫) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটায় সোনাদিয়া চ্যানেলের উত্তর–পশ্চিম পাশে ব্ল্যাকের দিয়া নামক স্থান থেকে ভাসমান অবস্থায় ওই পর্যটকের লাশ উদ্ধার করেন তাঁর আত্মীয়স্বজনেরা।

সাকিবুল হাসান পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘকুমপাড়া গ্রামের জাফর আলমের ছেলে। তবে এর আগে গত সোমবার রাত ৮টায় সোনাদিয়ার উত্তর-পশ্চিমে জাহাজ দেখতে গিয়ে ১৫ জন পর্যটক নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় সাকিবুল ছিলেন। পরে রাত নয়টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পর্যটকদের উদ্ধারের সহায়তা চাইলে উপজেলা প্রশাসন ও মহেশখালী থানা–পুলিশের সহযোগিতায় সোনাদিয়া এলাকার বাসিন্দারা দুটি বোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাত ১১টায় জীবিত অবস্থায় ১৪ জন পর্যটককে উদ্ধার করলেও সাকিবুল নিখোঁজ ছিলেন।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল প্রথম আলোকে বলেন, আজ সকালে সোনাদিয়া চ্যানেল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটক সাকিবুলের লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর আত্মীয়স্বজনেরা সাকিবুলের লাশ নিয়ে যান।

আশিক ইকবাল আরও বলেন, সোমবার দুপুরে পিকনিকে যাওয়ার জন্য ১৫ জন স্থানীয় পর্যটক সোনাদিয়া দ্বীপে যান। স্থানীয় পর্যটকের মধ্যে বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছেন। পরে রাত আটটায় তাঁদের বহনকারী নৌকাটি সাগরে ডুবে যায়। এ সময় এক পর্যটক ৯৯৯– এ ফোন করে তাঁদের উদ্ধারে সহযোগিতা চান। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও মহেশখালী থানা–পুলিশের যৌথ উদ্যোগে তাঁদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে দুটি বোট পাঠানো হয়। রাত ১১টায় ১৪ জন পর্যটককে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও সাকিবুল নিখোঁজ ছিলেন।

এদিকে ১৪ জন পর্যটককে জীবিত অবস্থায় উদ্ধার করায় আজ সকাল সাড়ে ১০টায় ১৪ জন স্বেচ্ছাসেবীকে সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন। উদ্ধারকারী দলের প্রত্যেক স্বেচ্ছাসেবককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টর্চলাইট, একটি বয়া ও ৫০০ টাকা করে সম্মাননা দেওয়া হয়।

জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সোমবার রাতে ১৪ জন স্বেচ্ছাসেবক সাগর থেকে ১৪ জন পর্যটককে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে স্বেচ্ছাসেবকেরা ঘটনাস্থলে না গেলে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেত। তাই তাঁদের উৎসাহ দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সকালে উদ্ধারকারী দলের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে।