মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। আজ সোমবার রাত ১০টার দিকে উপজেলার কালামারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রুহুল কাদের (৩৬)। তিনি ওই এলাকার মোহাম্মদ আমিনের ছেলে। পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাদেরের সঙ্গে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাদেরের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র, অপহরণ, ডাকাতির চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। আড়াই বছর জেল খাটার পর ছয় মাস আগে তিনি জামিনে বেরিয়ে আসেন।
মহেশখালী থানা–পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে কালামারছড়া বাজার থেকে রুহুল কাদের ফকির জুমপাড়া নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে রুহুল কাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে তাঁর আত্মীয়স্বজন ঘটনাস্থল থেকে রুহুল কাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মো. আবদুল হাই বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে।
জানতে চাইলে স্থানীয় কালামারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ প্রথম আলোকে বলেন, স্থানীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে রুহুল কাদেরকে হত্যা করেছে। এ ঘটনার পেছনে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীরা জড়িত রয়েছে বলে তাঁর ধারণা।