মাছ ধরতে গিয়ে খালে ডুবে তরুণের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
পানিতে ডুবে মারা যাওয়া তরুণের নাম মো. জাকারিয়া (২২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি কান্দিবাড়ি গ্রামের ফারুক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ বেলা ১১টার দিকে জাকারিয়া বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে গিয়ে ওই যুবক পানিতে তলিয়ে যান। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাঁকে উদ্ধার করতে না পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে জাকারিয়ার লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল প্রথম আলোকে বলেন, পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় জাকারিয়ার লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।