default-image

বগুড়ার ধুনট উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের আড়িয়ামারা খালে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশুর নাম সাব্বির হোসেন (১০)। সে একই গ্রামের কৃষক ওমর ফারুকের ছেলে ও চালারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে সাব্বির দুই বন্ধুর সঙ্গে জাল নিয়ে আড়িয়ামারা খালে মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরার একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। এ সময় তার দুই বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে সাব্বিরকে পানি থেকে উদ্ধার করে। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, সাব্বিরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সে মারা গেছে। ফলে তাকে চিকিৎসার দেওয়ার কোনো সুযোগ ছিল না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় সাব্বিরের লাশ দাফনে স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য পড়ুন 0