মাঠে পড়ে ছিল ব্যবসায়ীর থেঁতলানো লাশ

লাশ
প্রতীকী ছবি

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের একটি মাঠে পড়ে ছিল এক ব্যবসায়ীর থেঁতলানো লাশ। আজ সোমবার সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম তোফাজ্জেল হোসেন (৪৫)। তিনি হরিরামপুর গ্রামের বক্স বিশ্বাসের ছেলে।

তোফাজ্জেলের স্ত্রী মমতাজ খাতুন বলেন, তাঁর স্বামী তোফাজ্জেল এলাকায় ছাগল কেনাবেচার পাশাপাশি ঘটকালি করতেন। গতকাল রোববার রাত নয়টার দিকে গ্রামের শরিফ উদ্দিনের সঙ্গে দেখা করতে যান তিনি। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর কাছে ৫০ হাজার টাকাও ছিল। শরিফ উদ্দিনের মেয়ের বিয়ের ঘটকালি করেছিলেন তোফাজ্জেল। মেয়েটির বিয়ে নিয়ে ঝামেলা চলছিল। স্বামী ছেড়ে মেয়েটি অন্য আরেক ছেলের সঙ্গে পালিয়ে গেছেন। বিষয়টি মীমাংসার জন্য তোফাজ্জেলকে ডেকে নেওয়া হয়। শেষ পর্যন্ত আজ সকালে হরিরামপুর মাঠে তাঁর লাশ পাওয়া যায়।

আজ ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের সার্কেল পুলিশ সুপার অপু সরোয়ার বলেন, গতকাল রাতের কোনো এক সময় তোফাজ্জেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। থানা-পুলিশকে ঘটনাটি খতিয়ে দেখতে বলা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ দারা খান বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে তোফাজ্জেলকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করা হচ্ছে, শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে।