মাত্র ১০ টাকায় ঈদবাজার

মাত্র ১০ টাকার প্যাকেজে এক কেজি পোলাওয়ের চাল, এক কেজি মসুর ডাল, আধা কেজি সয়াবিন তেল, এক কেজি লবণ, একটি আস্ত মুরগিসহ বিভিন্ন ধরনের সবজি আছে
ছবি: প্রথম আলো

অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। মাত্র ১০ টাকায় ঈদবাজার। নীলফামারীর সৈয়দপুর শহরে দুস্থ ও অসহায় মানুষের জন্য ১০ টাকার ঈদবাজারের ব্যবস্থা করেছে ‘ড্রিম বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের আল-ফারুক একাডেমি প্রাঙ্গণে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি। ঈদের আগের দিন রাতে (চাঁদ রাতে) বাজারটিতে বেচাবিক্রি শুরু হবে।

সরেজমিনে দেখা গেছে, আল-ফারুক একাডেমি চত্বরে সাজানো হচ্ছে ঈদবাজার। বাজারে চারটি স্টল থাকবে। এসব স্টলে মিলবে এক কেজি পোলাওয়ের চাল, এক কেজি মসুর ডাল, আধা কেজি সয়াবিন তেল, এক কেজি লবণ, একটি আস্ত মুরগিসহ বিভিন্ন ধরনের সবজি। সব মিলিয়ে একটি প্যাকেট। ওই প্যাকেজের দাম রাখা হয়েছে মাত্র ১০ টাকা।

ড্রিম বাংলাদেশ সংগঠনের সভাপতি মনজুর আলম ওরফে তন্ময় একজন স্কুলশিক্ষক। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগী নির্বাচন করেছেন। তাঁদের হাতে একটি করে স্লিপ দেওয়া হয়েছে। যাঁদের সামর্থ্য নেই, এমন লোককে নির্বাচন করা হয়েছে। তাঁরা মাত্র ১০ টাকার বিনিময়ে প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাউফুল ইসলাম ওরফে তপু ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজশিক্ষার্থী মিলে ড্রিম বাংলাদেশ গঠন করেছি। সংগঠনটির মাধ্যমে আমরা জনকল্যাণকর কাজ করে যাচ্ছি। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এবারের উদ্যোগ ১০ টাকায় ঈদবাজার। অনেকে সাহায্য নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, লজ্জাবোধ করেন। তাই নামমাত্র মূল্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের সংগৃহীত সদস্যদের চাঁদার টাকা থেকে এ ব্যয় মেটানো হবে।’

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন প্রথম আলোকে বলেন, ব্যতিক্রমী উদ্যোগ। ড্রিম বাংলাদেশ ঈদের কেনাকাটায় ১০ টাকায় ঈদবাজারের প্যাকেজ দেবে। নিঃসন্দেহে ভালো কাজ। এতে অসহায় ও গরিব মানুষেরা উপকৃত হবেন।