মাদকাসক্ত ছেলেকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠালেন মা

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় মো. মনজুরুল আলম (২৫) নামের এক মাদকাসক্ত ছেলেকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছেন মা। আজ মঙ্গলবার দুপুরে থানা–পুলিশের সহযোগিতায় তাঁকে বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়।
মো. মনজুরুল আলম খুলনার ম্যানগ্রোভ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে টেক্সটাইল বিষয়ের পড়াশোনা করেছেন। তিনি উপজেলার চরাণী পত্তাশী গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের স্কুলশিক্ষক সুলতানা বেগম (৫৬) ছেলে মনজুরুল আলমকে নিয়ে বসবাস করেন। মাদকাসক্ত ছেলে প্রায়ই নেশার টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করেন। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে মনজুরুল মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটি করছিলেন। পরে সে মাকে একটি কক্ষে আটকে রাখেন।

খবর পেয়ে থানা–পুলিশ মনজুরুলকে আটক করে থানায় নিয়ে যান। পরদিন দুপুরে মনজুরুল আলমের মা ও আত্মীয়স্বজনেরা সিদ্ধান্ত নেন তাঁকে (মনজুরুল) মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর। এরপর পুলিশের সহযোগিতায় তাঁকে বরিশালে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, পরিবারের লোকজনের পরামর্শে মনজুরুলকে বরিশালের মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।