মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি, র্যাব সদস্যসহ আহত ৬
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক র্যাব সদস্যসহ আহত হয়েছেন ছয়জন। আহত র্যাব সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তবে তাঁর নাম–পরিচয় জানানো হয়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোলাগুলির এ ঘটনা ঘটে। র্যাব–১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান।
সাকিব হোসেন বলেন, র্যাব সদস্যরা লালবাগ এলাকার ভূঁইয়া ফিলিং স্টেশনের পেছনে এক অভিযানে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা এলোপাতাড়ি গুলি করেন। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে আহত হন পাঁচ মাদক ব্যবসায়ী। তাঁদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হন। গোলাগুলি চলাকালে এক র্যাব সদস্যেরও পিঠ ও কোমরে গুলি লেগেছে।
গুলিবিদ্ধ ওই র্যাব সদস্যকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয় তাঁকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আহত র্যাব সদস্যের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
সাকিব হোসেন আরও জানান, আহত পাঁচ মাদক ব্যবসায়ীকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের আটক দেখানো হয়েছে।