মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আজ সোমবার সকালে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের যাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার এসকান ফরাজীর মেয়ে জিয়াসমিন আক্তার (৩৫) ও জিয়াসমিনের ৮ বছর বয়সী মেয়ে মাহাফুজা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল নয়টার দিকে জিয়াসমিন তাঁর মেয়ে মাহাফুজাকে নিয়ে শিবচর শহরে যাওয়ার জন্য বের হন। তাঁরা যাদুয়ারচর এলাকার থেকে ব্যাটারিচালিত ভ্যানে ওঠেন। ভ্যানটি কিছুটা দূর যাওয়ার পর পেছন থেকে একটি ট্রাক এসে তাঁদের ধাক্কায় দেয়। এ সময় ভ্যানের যাত্রী জিয়াসমিন ও তাঁর মেয়ে মাহাফুজা ট্রাকের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।
যাদুয়ারচর এলাকার প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম বলেন, যাত্রী বহনকারী ভ্যানটি সড়কের এক পাশ ধরে ধীরে ধীরে চলছিল। হঠাৎ বেপরোয়া গতিতে আসা ট্রাকটি পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রীরা রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকটির একটি চাকা যাত্রীদের ওপরে উঠে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাকের চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যান। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে। চালককেও খোঁজা হচ্ছে।