ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হযেছে
ছবি: প্রথম আলো

মাদারীপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে চার দালালকে আটক করা হয়েছে। আজ সোমবার বেলা দুইটার দিকে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার গোলাবাড়ী এলাকার পারভেজ মোল্লা (২৮), সদর উপজেলার কুকরাইল এলাকার আবদুল রব ব্যাপারী (৬৬), সদর উপজেলার ব্রাহ্মণদী এলাকার রাজু খান (২৮), কালকিনি রমজানপুর এলাকার নন্দ সরকার (৪৫)।

দুদক ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা মানুষ দালালের হয়রানির শিকার হচ্ছেন, এমন অভিযোগের ভিত্তিতে সেখানে দুদক অভিযান পরিচালনা করে। পরে তারা পাসপোর্ট অফিসের ভেতর ও বাইরে থেকে চারজনকে আটক করে। এ সময় পাসপোর্ট অফিসের উপপরিচালক সুমনা শারমিনের কক্ষসহ বিভিন্ন কক্ষ তল্লাশি করেন দুদক সদস্যরা।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সরোয়ার রাব্বি আটক ব্যক্তিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে আর্থিক জরিমানা করেন।

দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান বলেন, ‘পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা দালালের হয়রানির শিকার হচ্ছেন, এমন অভিযোগ ছিল। আমরা পাসপোর্ট অফিসের প্রধান কর্মকর্তাকে সাবধান করে দিয়েছি, তাঁদের অফিসের কোনো কর্মচারী যেন দালালের সঙ্গে যোগসাজশ করে সেবা না দেন।’