মাদ্রাসার ভেতর থেকে ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার সকালে পশ্চিম চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা হজরত শেখ অছিয়র রহমান ফারুকী (রহ.) এতিমখানা ও হেফজখানার দ্বিতীয় তলা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ছাত্রের নাম ইফতেখার মালিকুল মাশফি (৭)। সে চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আবদুল মালেকের ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন শিক্ষককে আটক করে পুলিশ।

মাশফির স্বজনেরা জানান, কয়েক মাস ধরে মাশফি ওই মাদ্রাসায় ছিল। শনিবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মাশফি মাদ্রাসা থেকে পালিয়েছে। বাড়িতে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, ওই ছাত্রের রক্তাক্ত মরদেহ মাদ্রাসার দ্বিতীয় তলার স্টোর রুমে কম্বলে মোড়ানো অবস্থায় ছিল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্র দিয়ে ছেলেটির গলা কেটে দেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।