মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

রাজবাড়ী জেলার মানচিত্র

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। সোমবার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ভুক্তভোগী ছাত্রীর বাবা লিখিতভাবে অভিযোগ করেন।

অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মাদ্রাসাটির অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির কাছে দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে ইউএনও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি করে দিয়েছেন। ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, ‘আমি সরেজমিন গিয়েছিলাম। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। বুধবারের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক বলেন, ওই ছাত্রী প্রতিদিন মাদ্রাসায় মুঠোফোন নিয়ে আসে। বিভিন্ন ছেলের সঙ্গে যোগাযোগ করে। অন্য মেয়েরা তার ফোন নিয়ে বাইরের ছেলেদের সঙ্গে কথা বলে। এক অভিভাবকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ফোন নিয়ে অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছিল। কয়েক দিন আগেও সে ক্লাসে মুঠোফোন নিয়ে আসে। মেয়েটি জামার ভেতরে মুঠোফোন লুকিয়ে রাখে। তিনি মেয়েটির ব্যাগ চেক করেছিলেন। তবে শ্লীলতাহানির অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আ ফ ম আয়াতুল ইসলাম বলেন, এক ছাত্রীর অভিভাবক লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুতর নয়।

শিক্ষাপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক আলতাব হোসেন বলেন, ‘আমি ঢাকায় আছি। অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। তিনি তদন্ত করে আমাকে জানাতে চেয়েছেন।’