মাধবদীতে যাত্রীবাহী চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে
নরসিংদীর মাধবদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি জলাশয়ে উল্টে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপর পানিতে ডুবে যাওয়া ওই বাসের যাত্রীরা সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে মাধবদীর ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড থেকে মনোহরদী পরিবহন নামের বাসটি আটজন যাত্রী নিয়ে ছেড়ে আসে। বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার পর বাসটি চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ওই জলাশয়ে পড়ে যায়। এ সময় বাসটির ভেতরে থাকা যাত্রীরা একে একে বাসটির দরজা ও জানালা দিয়ে ভেজা শরীরে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাঁরা যে যাঁর মতো নিজ নিজ গন্তব্যে চলে যান।
দুর্ঘটনার পর বাসটির চালকও পালিয়ে গেছেন। বাসটির ভেতরে ৮ থেকে ১০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে জেলা পুলিশ, ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি উদ্ধারের চেষ্টা চালান। এ সময় কয়েকজন ডুবুরি ওই পানিতে নেমে নিশ্চিত হন, ভেতরে কোনো যাত্রী আটকে নেই। এ ছাড়া দুর্ঘটনার পর বাসটির চালকও পালিয়ে গেছেন। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটি উদ্ধারের জন্য চেষ্টা চলছিল।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শ্রীবাস বলেন, ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো জানা যায়নি। বাসটির ভেতরে ৮ থেকে ১০ জন যাত্রী ছিলেন। তাঁরা সবাই দুর্ঘটনার পর ভেজা শরীর নিয়ে ওই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।