মানিকগঞ্জে করোনা হাসপাতালে এক দিনে ৮ জনের মৃত্যু
মানিকগঞ্জে করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। রোববার দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ কে এম কাজী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে রোগীর মৃত্যুর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় (রোববার বেলা ১১টা পর্যন্ত) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট রোগীর মৃত্যু হয়। এর মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান। এ পর্যন্ত হাসপাতালে ২৫৮ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ৬১ জন এবং উপসর্গ নিয়ে ১৯৭ জনের মৃত্যু হয়।
শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। এর মধ্যে ৩০ জন করোনা পজিটিভ হয়ে এবং ১৭ জন আইসোলেশন ইউনিটে ভর্তি হন। সব মিলিয়ে রোববার বেলা ১১টা পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ৩২৮ রোগী। এর মধ্যে করোনা ওয়ার্ডে পজিটিভ রোগী ১৪৭ এবং আইসোলেশন ইউনিটে ১৮১ জন আছেন।
এদিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় করোনা শনাক্ত ও মৃত্যু বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় ৭৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসাবে আক্রান্তের হার ১৯ দশমিক ৮৭। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলা সদরের ৬৪, ঘিওরের ২৯, শিবালয়ের ১০, হরিরামপুরের ১৩, দৌলতপুরের ৯ ও সাটুরিয়ার ২৮ জন আছেন।
জেলায় এ পর্যন্ত ৩৫ হাজার ২৮১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩০৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৯৮ জন। অন্যরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের আরএমও কাজী এ কে এম রাসেল বলেন, প্রতিদিনই হাসপাতালে রোগী বাড়ছে। রোগী ও তাঁদের সঙ্গে আসা স্বজনদের চাপে হাসপাতালে হিমশিম অবস্থা চলছে। অনেক মুমূর্ষু রোগীও হাসপাতালে আসছেন।