মানিকগঞ্জে গৃহবধূ হত্যা মামলার অভিযোগপত্র জমা ২ দিনে

অপরাধ।
প্রতীকী ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে গৃহবধূ নাজমা বেগম (৪০) হত্যা মামলার দুই দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী।

হরিরামপুর থানার পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার সকালে পূর্বশত্রুতার জের ধরে হরিরামপুরের সরফদিনগর গ্রামে প্রতিবেশী রফিকুল ইসলাম (৪৫) নাজমা বেগমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাজমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় নিহত নাজমার স্বামী ইসলাম সরদার বাদী হয়ে রফিকুলকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, পুলিশ সুপার রিফাত রহমানের নির্দেশনায় হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং এ ঘটনায় করা মামলার একমাত্র আসামি রফিকুলকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) আরিফ উল্লাহ বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে এই হত্যা মামলার তদন্তসংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামি রফিকুল আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

দ্রুত সময়ের মধ্যে আদালতে মামলার অভিযোগপত্র দেওয়ায় সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ইসলাম সরদার বলেন, ‘যাকে হারাইছি তাকে তো আর ফিরা পামু না, তবে আসামির উপযুক্ত শাস্তি চাই।’