মানিকগঞ্জে ঢাকা পশ্চিমাঞ্চলের ২১ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

মিলনমেলায় আড়াই হাজারের বেশি বীর মুক্তিযোদ্ধা, তাঁদের স্বজন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলাপর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জ শহরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ঢাকা পশ্চিমাঞ্চলের ২১টি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা চলছে। আজ শনিবার বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জাতীয় পতাকা এবং বেলুন উড়িয়ে মিলনমেলার উদ্বোধন করেন।

মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মুক্তিযোদ্ধাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাজাহান, দুর্যোগ প্রতিমন্ত্রী মো. এনামুল রহমান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মুক্তিযোদ্ধাদের মিলনমেলার আয়োজক কমিটির আহ্বায়ক ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন প্রমুখ।

মিলনমেলায় আড়াই হাজারের বেশি বীর মুক্তিযোদ্ধা, তাঁদের স্বজন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলাপর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ বলেন, স্বাধীনতার ৫০ বছর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের অধীনে থাকা ঢাকা পশ্চিমাঞ্চলের ঢাকা মহানগর, ঢাকা জেলা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ২১টি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। এ কারণে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে মিলনমেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মিলনমেলার শুরুতে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন সংগীতশিল্পী মমতাজ বেগম। এরপর অতিথিদের বক্তব্য ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা পর্ব শুরু হয়েছে। বিকেলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন পরিবেশনা।