মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বেতিলা ও জাগীর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার গোলড়া চরখণ্ড গ্রামের আবদুল আলীর ছেলে মো. মাহিম হোসেন (২৫) এবং একই উপজেলার অরঙ্গবাদ গ্রামের মজিবর রহমানের ছেলে ফিরোজ আহমেদ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ফিরোজ অরঙ্গবাদ থেকে মোটরসাইকেল চালিয়ে জেলা শহরে যাচ্ছিলেন। পথে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বেতিলা এলাকায় পৌঁছালে ওই মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ নিহত হন।

এ দিকে মাহিমও মোটরসাইকেল চালিয়ে গোলড়া চরখণ্ড গ্রামের বাড়ি থেকে জেলা সদরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মাহিম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পৃথক দুটি ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।