মানিকগঞ্জে বিএনপির সমাবেশে নেতা-কর্মী ও সমর্থকদের ঢল

মানিকগঞ্জের সমাবেশে বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় (বিজয় মেলা) মাঠে
ছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে সুচিকিৎসার দাবিতে মানিকগঞ্জে ডাকা সমাবেশে দলটির নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। আজ মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় (বিজয় মেলা) মাঠে সমাবেশস্থলে লোকজন আসতে শুরু করেছেন। বেলা আড়াইটার দিকে সমাবেশে যোগ দেবেন প্রধান অতিথি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মানিকগঞ্জ পৌরসভা ও সদর থেকে জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে সমাবেশস্থলে আসেন। এ ছাড়া সিঙ্গাইর, সাটুরিয়া, দৌলতপুর, ঘিওর, শিবালয় ও হরিরামপুর উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ব্যানার, ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা যায়। বেলা দুইটার দিকে বিশাল আয়তনের সমাবেশস্থল অনেকটা পূর্ণ হয়ে যায়।

দীর্ঘদিন পর জেলা বিএনপি প্রকাশ্যে সমাবেশ করার অনুমতি পেয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে সুচিকিৎসার দাবিতে মানিকগঞ্জে সমাবেশ। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় (বিজয় মেলা) মাঠে
ছবি: প্রথম আলো

সভায় মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি সভাপতিত্ব করছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত হবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগরের (দক্ষিণ) আহ্বায়ক আবদুস সালাম, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

দীর্ঘদিন পর জেলা বিএনপি প্রকাশ্যে সমাবেশ করার অনুমতি পেয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। এ সময় তাঁদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগানে দিতে দেখা গেছে।