default-image

মানিকগঞ্জ সদর উপজেলার তরা এলাকায় কালীগঙ্গা নদী থেকে বৃহস্পতিবার দুপুরে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেলা সদরের তরা এলাকায় কালীগঙ্গা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তবে জেলা সদর ও ঘিওর উপজেলার মধ্যবর্তী স্থান হওয়ায় শিশুটির লাশ উদ্ধার নিয়ে দুই থানার পুলিশের মধ্যে রশি–টানাটানি শুরু হয়। পরে সদর থানার পুলিশ বেলা দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ওই শিশুর লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বেলা দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, ওই লাশে পচন ধরেছে। খবর পেয়ে উৎসুক জনতা লাশটি দেখতে আসে। এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) টুটুল আলী বলেন, আনুমানিক ১১ বছর বয়সী ওই শিশুর লাশ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় প্রাথমিক অবস্থায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0