মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি: সিফাত সভাপতি, রাজিদুল সম্পাদক
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এম এ সিফাত কোরাইশ ওরফে সুমনকে ওই কমিটির সভাপতি এবং রাজিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন। আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়।
গাজীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটির সহসভাপতি করা হয়েছে ১০ জনকে। তাঁরা হলেন কাজী জুনায়েদ হোসেন, আসিফ আহমেদ, শাকিল আহমেদ, মো. আসাদুজ্জামান, মো. আসিফ হোসেন, পাপ্পু ঘোষ, হাবিবুর রহমান, সুজন রানা, মো. শরিফুল আলম ও হাবিবুর রহমান। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমিনুর বক্স, মো. নাদিম হোসেন, ওমায়ের হোসেন, হামজা খান ও শরিফুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন শামিউর রহমান, নাজমুল হাসান, আসিবুল ইসলাম, মো. মুজাহিদ খান, শুভংকর কর্মকার, সাকিব হোসেন ও ইমরুল হাসান। এ ছাড়া মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১১ জুন জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০১৭ সালে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের এ কমিটি গঠন করা হয়েছিল। নবগঠিত কমিটির সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন গত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া নতুন কমিটির সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে সংগঠনের আদর্শ সমুন্নত রেখে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানান এম এ সিফাত কোরাইশী। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সত্যিকারভাবে তাঁর আদর্শ বুকে ধারণ করে ছাত্রসমাজের কল্যাণ কাজ করা হবে। কেন্দ্রীয় সংসদের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।