পানিতে ডুবে শিশুমৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলায় মা–বাবার সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে এক শিশু। উপজেলার উরকিরচর ইউনিয়নের মীরাপাড়া গ্রামে আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিলা করিম (৬) স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।

সানজিলার বাবা স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ ফজল করিম। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, সানজিলা শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মা–বাবার সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। তার বাবা গোসল সেরে উঠলেও মেয়েটি তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরঘাটের নিচে তার ভাসমান দেহ পাওয়া যায়।

সানজিলাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উরকিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিকেলেই পারাবারিক কবরস্থানে শিশুটির দাফন হয়।