মাস্ক না পরে দোকানে আড্ডা, প্যানেল মেয়রকে অর্থদণ্ড

সখীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম

কাউন্সিলর রফিকুল ইসলাম তাঁর ওয়ার্ড এলাকার একটি লেপ-তোশকের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। তাঁর মুখে কোনো মাস্ক ছিল না। পরে আদালত তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন।

টাঙ্গাইলের সখীপুরে মাস্ক না পরে বাজারের একটি দোকানে আড্ডা দেওয়ার অপরাধে এক জনপ্রতিনিধিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় তাঁকে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বেও আছেন।
আদালত সূত্রে জানা যায়, কাউন্সিলর রফিকুল ইসলাম তাঁর ওয়ার্ড এলাকার একটি লেপ-তোশকের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। তাঁর মুখে কোনো মাস্ক ছিল না। পরে আদালত তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া পৌর এলাকার আরও ছয় দোকানদারকে মাস্ক না পরার দায়ে আরও চার হাজার টাকা জরিমানা করেন আদালত।

ইউএনও আসমাউল হুসনা প্রথম আলোকে বলেন, একজন সচেতন নাগরিক ও জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তিনি আইন লঙ্ঘন করেছেন। এ কারণেই তাঁকে সাজা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।