২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মিরসরাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কিশোর নিহত

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে আছে। আজ দুপুরে বেজা কার্যালয় এলাকায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী কিশোর নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে শিল্পনগরের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মো. আরাফাত হোসেন (১৭)। আরাফাত ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর শাহাপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। এ সময় ওই মোটরসাইকেলে থাকা আরাফাতের বন্ধু মো. ইফাদ হোসেনও (১৭) গুরুতর আহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ফেনীর সোনাগাজী উপজেলা থেকে আরাফাত ও ইফাদ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেড়াতে যায়। দুপুরে বাড়িতে ফেরার সময় বেজা কার্যালয়ের পাশে শিল্পনগরের উন্নয়নকাজে নিয়োজিত একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরাফাত হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহত ইফাদ হোসেনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

শিল্পনগরের নিরাপত্তার দায়িত্বে থাকা চরশরৎ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (আইসি) পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত আরাফাতের লাশ উদ্ধার করা হয়েছে। আরাফাতের পরিবারের আবেদনের ভিত্তিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।