default-image

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কয়েক দিন ধরে ইউএনও আবদুল মালেক জ্বর অনুভব করছিলেন। গত সোমবার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য টাঙ্গাইলের বক্ষব্যাধি হাসপাতাপালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো প্রতিবেদনে বুধবার তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়।

নিজের কোভিড–১৯–এ আক্রান্ত হওয়া বিষয়টি নিশ্চিত করে ইউএনও আবদুল মালেক বলেন, তিনি মির্জাপুরে তাঁর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সুস্থ হওয়ার জন্য সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানমের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি।

স্থানীয় বাসিন্দারা জানান, ইউএনও মো. আবদুল মালেক করোনা পরিস্থিতির শুরু থেকেই সরকারি সব কর্মসূচি বাস্তবায়নসহ করোনা প্রতিরোধে সচেতনামূলক নানা ধরনের কার্যক্রম করে আসছিলেন।

মন্তব্য করুন