মির্জাপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪০০

করোনার প্রতীকী
ছবি: রয়টার্স

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নতুন করে আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪০০। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মির্জাপুর বাজারের এক ব্যবসায়ী (৬০) ও তাঁর স্ত্রী (৪৫), পোস্টকামুরী গ্রামের এক ব্যক্তি (৫৮), বাইমহাটী গ্রামের এক নারী (৩৯), মির্জাপুর বাইপাস এলাকার এক বৃদ্ধ (৬৮), তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের যুবক (৩৪) ও লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন গ্রামের এক ব্যক্তি (৫৪)। মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪০০ জনের মধ্যে মারা গেছেন ৬ জন। সুস্থ হয়েছেন ৩৬৫ জন। কোভিডে আক্রান্ত ২৯ জন এখনো নিজ বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক বলেন, নতুন সংক্রমিত সবাই বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।