মির্জাপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, কলেজছাত্র নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াছিন হোসেন ওরফে কানন নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাসস্ট্যান্ড উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
ইয়াছিন টাঙ্গাইলের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্র ছিলেন। তিনি উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের আমীর হোসেনের ছেলে।
দুর্ঘটনায় ইয়াছিনের বন্ধু বাওয়ার রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে শহিদুল ইসলাম আহত হয়েছেন। তিনিও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, ইয়াছিন ও শহিদুল মোটরসাইকেলে করে টাঙ্গাইলে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। ইয়াছিনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।