মির্জাপুরে ৩৫০০ কেজি সরকারি চাল উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ার পিটিসি বাজার থেকে জব্দ করা চালের বস্তা। ২ অক্টোবর দুপুরে মির্জাপুর থানায়।

টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫১০ কেজি চাল চাল উদ্ধার করেছে পুলিশ। এসব চাল ৩০ কেজির বস্তায় ছিল। পরে ঢেলে ৫০ কেজির বস্তায় ভরা হয়। আজ শুক্রবার সকালে উপজেলার মহেড়া ইউনিয়নের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র (পিটিসি) বাজার এলাকায় লাকড়ির একটি দোকান থেকে চালগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ লাকড়ি ব্যবসায়ী তুলা মিয়াকে আটক করেছে। তাঁর বাড়ি মহেড়া ইউনিয়নের মহেড়া গ্রামে।

পুলিশ জানায়, ওই দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত থাকার খবর পায় পুলিশ। এর ভিত্তিতে আজ সকাল ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে সরকারি ৩০ কেজি চালের ১১৭টি খালি বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তার চাল ঢেলে ৫০ কেজির বস্তায় ভরা হয়। সেখান থেকে ৭০ বস্তা চাল উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক সজল হক জানান, উদ্ধার করা চাল খাদ্যবান্ধব কর্মসূচির, যা ১০ টাকা কেজি দরে বিক্রির কথা ছিল। চালগুলোর প্রকৃত মালিক কে, তা জানা যায়নি। জিজ্ঞাসাবাদে আটক তুলা মিয়া জানিয়েছেন, তাঁর দোকানের এক কর্মচারী চালগুলো দোকানে রেখেছিলেন। তবে প্রকৃত ঘটনা জানতে তুলা মিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে।