default-image

মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এবং মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে মৃণাল কান্তি দাসের ভাতিজা আপন দাস ও সাগুফতা ইয়াসমিনের ছেলে তাসকিন সাকিব এ তথ্য জানান।
সাংসদ মৃণাল কান্তি দাসের ভাতিজা আপন দাস বলেন, সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন হাসপাতালের করোনা বুথে নমুনা দেন তাঁর চাচা। মঙ্গলবার বিকেলে তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে ঢাকায় নিজ বাসায় তিনি চিকিৎসা নিচ্ছেন।
সাগুফতা ইয়াসমিনের ছেলে তাসকিন সাকিব বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সোমবার সংসদ ভবন হাসপাতালের করোনা বুথে নমুনা দেন তাঁর মা। মঙ্গলবার বিকেলে তাঁর মায়ের করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
দুই সাংসদের স্বজনেরা মুন্সিগঞ্জসহ দেশের সবার কাছে তাঁদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন
মন্তব্য করুন