default-image

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ইজিবাইকের চাপায় মো. লাবলু শেখ নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হত লাবলু কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সোহেল মিয়ার ছেলে। সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পাগলিবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

আহত শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেওয়ার আগেই পথে তার মৃত্যু হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, ইজিবাইকচাপায় গুরুতর আহত লাবলুকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেওয়ার আগেই পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি পালিয়ে যাওয়ায় সেটি বা তার চালককে আটক করা যায়নি।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন