default-image

মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৫০ এবং মৃতের সংখ্যা বেড়ে হলো ৫৮। সোমবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জান কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কোভিডে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায় এবং অপরজনের বাড়ি সিরাজদিখান উপজেলায়। আর নতুন সংক্রমিত ৪৭ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৮ জন, টঙ্গীবাড়ীর ৬, সিরাজদিখানের ১১, লৌহজংয়ের ১২, শ্রীনগরের ৬ ও গজারিয়া উপজেলার ৪ জন রয়েছেন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ রোধে জনসচেতনতা আরও বাড়ানো প্রয়োজন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারলে সংক্রমণ রোধ করা সম্ভব।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন