মুরাদনগরে কাঁচা সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন

কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের অনন্তপুর গ্রামের কাঁচা সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন। অনন্তপুর চৌরাস্তা, মুরাদনগর, ৩ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

কাঁচা সড়ক পাকা করার দাবিতে আজ শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছেন। দুপুর ১২টার দিকে অনন্তপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে গ্রামের চৌরাস্তায় ওই মানববন্ধন হয়। এতে গ্রামের শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে টনকি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) আবদুর রহিম, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল গাফ্ফার, পল্লিচিকিৎসক রুস্তম আলী, ব্যবসায়ী সোহেল ভূঁইয়া, আবদুল আলিম, মনির হোসেন, কলেজছাত্র ইমরান সরকার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনন্তপুর দিয়ে চাপিতলা, জামালপুর, দুইরা, মহেশপুর ও বাইড়া এলাকায় চলাচল করতে কষ্ট হচ্ছে। আট কিলোমিটার কাঁচা সড়কে গর্ত ও কাদা জমে আছে। কিন্তু এই গ্রামের কোনো সড়ক পাকা হয়নি। এতে অন্তঃসত্ত্বা মা, বয়স্ক ব্যক্তি, অসুস্থ লোকজনকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না। কোনো যানবাহন এই গ্রামে ঢুকতে চায় না। আট কিলোমিটার সড়ক দিয়ে অনন্তপুর ছাড়া পাঁচ গ্রামের লোকজনও যাতায়াত করে। সড়কটি পাকা হলে অন্তত ১১ হাজার লোক উপকার পাবে। অবিলম্বে সড়ক পাকা করা হোক। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আবদুর রহিম বলেন, ‘বহুবার সড়ক পাকা করার জন্য বলেছি, কোনো কাজ হয়নি।’
এলাকাবাসীর কর্মসূচি ও দাবি প্রসঙ্গে মুরাদনগর উপজেলার উপসহকারী প্রকৌশলী খোরশেদ আলম সরকার বলেন, অনন্তপুর-বাইড়া সড়কের এক কিলোমিটার সড়ক পাকা করার জন্য প্রাক্কলন তৈরি করা হয়েছে। কাঁচা সড়ক পাকা করার জন্য প্রস্তাব পাঠানো হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে। এরপর কাজ হবে। কাঁচা সড়কের অবস্থা ভালো না।