মেরিন ড্রাইভে গাড়িচাপায় প্রাণ গেল শিশুর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নিহত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই শিশুর নাম মোহাম্মদ রিদুয়ান (৮)। সে উত্তর লম্বরী গ্রামের মোহাম্মদ হাশিম মাঝির ছেলে ও উত্তর লম্বরী হেফজখানার ছাত্র ছিল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর সড়কে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সড়ক দুর্ঘটনায় শিশুটি মারা গেছে, তবে কী গাড়ি তাকে চাপা দিয়েছে, তা জানা যায়নি। লাশ উদ্ধার করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।