default-image

দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে সংক্রমিত হন মেহেরপুরের গাংনী উপজেলার গজারিয়া গ্রামের ভ্যানচালক সাদেক আলী (৫৬)। এরপর থেকে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ রোববার সকালে তিনি মারা যান। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সর্দি, জ্বরসহ শারীরিক অন্যান্য অসুবিধা নিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন ভ্যানচালক সাদেক আলী। নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর এম শাহনেওয়াজ বলেন, ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী ওই ব্যক্তির দাফন সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন
মন্তব্য করুন